কেন SEO করবেন? Why Need SEO Bangla | OMBD
মুলত প্রত্যেকটা বিজনেস ওয়েব সাইটের মুল টার্গেট হচ্ছে বিজনেস গোল অর্জন করা এবং সে জন্য পর্যাপ্ত পরিমানে ভিজিটর থাকতে হবে। কিন্তু সে ভিজিটর যদি টার্গেটেড না হয় তাহলে অসংখ্য ভিজিটর থাকলেও আপনার বিজনেসের গোল অর্জন হবে না।
ধরুন আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট আছে এবং সেখানে আপনি বিভিন্য ধরনের প্রোডাক্ট সেল করেন। আপনার ওয়েবসাইটে প্রতিমাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ ভিজিটর আসে। কিন্তু সে অনুপাতে আপনার প্রোডাক্ট সেল হচ্ছে কম। তাহলে আপনাকে অবশ্যই ওয়েব সাইট এনালাইজ করে বের করতে হবে সমস্যাটা কোথায়। এতো পরিমানে ভিজিটর থাকা সত্যেও প্রোডাক্ট সেল হচ্ছে না কেন? তছাড়া, যে পরিমান সেল হচ্ছে তার একটা বড় অংশ আসছে সোস্যাল মিডিয়া মার্কেটিং থেকে।
সেক্ষেত্রে ওয়েবসাইটের পার্ফরমেন্স এনালাইজ করে ইউজারদের এক্টিভিটি সম্মন্ধে আপনাকে ভালোভাবে জানতে হবে। বাউন্স রেট চেক করতে হবে এবং সার্চ টার্ম গুলো এনালাইজ করে দেখেতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে ভিজিটর যারা আসছে তারা মূলত আপনার বিজনেস রিলেটেড ইউজার নয়, তারা আপনার প্রোডাক্ট ক্রয় করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করেনি।
এখন প্রশ্ন আসতে পারে যে, তাহলে এই ভিজিটরগুলো কেন এসেছে?
এনালিটিকস এর অল ট্রাফিক চ্যানেল চেক করলেই আপনি পেয়ে যাবেন ভিজিটর সোর্স।
এটা হতে আপনার সোস্যাল মিডিয়া মার্কেটিং এর কারনে বা স্প্যামিং কিওয়ার্ড বা মিস লিডিং এর কারনে। আসলে এই ভিজিটর গুলো আপনার কাঙ্খিত ভিজিটর নয়।
আপনি যদি আপনার কাংখিত ভিজিটর পেতে চান তাহলে আপনি দুটো উপায় অবলম্বন করতে পারেন।
১। Google Adword ক্যাম্পেইন করা
২। SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। (ফ্রি মেথড)
SEM আর SEO মধ্যে পার্থক্য পরে আপনাদের সাথে আলোচনা করবো। এখন শুধু এটুকু বলছি যে SEO হচ্ছে ফ্রি মেথড এবং PPC হচ্ছে পেইড মেথড।
কিন্তু ফ্রি মেথডে অর্গানিক এবং টার্গেটেড ট্রাফিক পেতে অবশ্যই আপনাকে SEO করতে হবে কেননা শুধুমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমেই কোনো তাকা খরচ না করে আপনি আপনার ভিজিটরদের টার্গেট করতে পারেন। একটি ভালো SEO ক্যাম্পেইনই আপনার কাংখিত ভিজিটরকে ওয়েব সাইট ভিজিট করাতে সক্ষম হবে। এর ফলে আপনার ওয়েবসাইটে ভিজিটর কম থাকেলেও আপনার বিজনেস গোল অর্জন করতে সক্ষম হবে। SEO ক্যাম্পেইন করার পর পারফর্মেন্স এনালিজ করলে আপনি বুঝতে পারবেন এটি আপনাকে কতটুকু সফলতা এনে দিতে পেরেছে। ওয়েবসাইটে টার্গেটেড ভিজিটর থাকলে বাউন্স রেট কমে যাবে। সার্চ টার্মগুলো আপনার ওয়েবসাইট বা প্রোডাক্ট রিলেটেড হবে। এতে যে ভিজিটর আসবে সেগুলো ব্যাক করবে না।
SEO ক্যাম্পেইন এর সবচেয়ে বড় গুন হচ্ছে এটি দীর্ঘসময় ধরে আপনাকে বিজনেস গোল অর্জন করতে সাহায্য করবে।