SEO পারফর্মেন্স এনালাইসিস? SEO Performance Analysis Bangla
SEO পারফর্মেন্স এনালাইসিস? SEO Performance Analysis
একটি সাকসেসফুল SEO ক্যাম্পেইন এর একটি গুরুত্ব পুর্ন পার্ট হচ্ছে এস ই ও পারফরমেন্স এনালাইসিস করা। কারন এনালাইজ করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার SEO ক্যাম্পেইন কতটুকু সাকসেস হয়েছে, এবং তাতে আপনা বিজনেস গোল কতটুকু অর্জন হয়েছে।
SEO Analysis এর মাধ্যমে শুধু মাত্র বেসি মেট্রিক গুলোই এনালাইজ করা হয় না (যেমন ট্রাফিক কতটুকু বৃদ্ধি পেয়েছে? বা SERP রেজাল্টে অবস্থান কত?) বরং SEO ক্যাম্পেইনের ফলে আপনার বিজনেস গোল কতটুকু অর্জন হয়েছে বিস্তারিত জানা যায়। যার ফলে আপনি বুঝতে পারবেন SEO ক্যাম্পেইন আপনার বিজনেস এর জন্য কতটুকু সফলতা নিয়ে আসতে পেরেছে, এবং কিভাবে আরো বেশি ইফেক্টিভ SEO ক্যাম্পেইন করা যায় সে সিদ্ধান্ত নিতে পারবেন।
SEO ক্যাম্পেইন শুরু করার আগেঃ
SEO ক্যাম্পেইন শুরু করার আগে কিছু বিষয় এনালাইসিস করে রাখা ভালো। কারন, ক্যাম্পেইন করার পর SEO পারফরমেন্স মেজারমেন্ট করতে সহজ হবে।
ওয়েবসাইট এনালাইসিস এর জন্য আমরা কিছু অনলাইন টুল ব্যবহার করে থাকি। তবে সবচেয়ে জনপ্রিয় এনালাইসিস টুল হচ্ছে Google Analytics টুল। কারন, সঠিক ডাটা এনালাইসিসের জন্য গুগল অ্যানালিটিকস সঠিক তথ্য দিতে পারে। তাই আপনাকে সঠিক ভাবে গুগল এনালিটিকস টুল ইনস্টল করে নিতে হবে।
গুগল এনালিটিকস টুল কিভাবে কাজ করে সেটা নিয়ে পরে আলোচনা করবো। তবে SEO ক্যাম্পেইন শুরু করার আগে যে বিষয়গুলোর উপর লক্ষ করা প্রয়োজন সেগুলো হচ্ছে…
১। টোটাল ট্রাফিক
২। অরগানিক ট্রাফিক
৩। বাউন্স রেট
এই বিষয়গুলো এনালিসিস করলেই আপনি ওয়েবসাইটের বর্তমান অবস্থা বুঝতে পারবেন। কারন, SEO ক্যাম্পেইনের মূল লক্ষই হচ্ছে অরগানিক বা ন্যাচারাল ট্রাফিক ব্রদ্ধি করা, এবং সেই ট্রাফিক টার্গেটেড ও রিলেভেন্ট কিওয়ার্ড সার্চের মাধ্যমে SERP রেজাল্ট পেজ থেকে ডিরেকশন দিয়ে নিয়ে আসা। যার ফলে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় এবং বাউন্স রেট কমে যায়।