কিওয়ার্ড কি?
সার্চ ইঞ্জিনে সার্চ করার জন্য আমরা যা কিছু লিখি তাই সেগুলোকে কিওয়ার্ড বলে।অর্থাৎ কিছু শব্দের সমন্বয় বা কোন ফ্রেজ যখন আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করার জন্য লিখি সেগুলোকেই কিওয়ার্ড বলে। বলা হয় যে কিওয়ার্ড হচ্ছে এস ই ও প্রান।
নিচের ইমেজটি ভালো করে খেয়াল করলে দেখবেন সার্চ বক্সে ২টি ওয়ার্ড লেখা হয়েছে “Keyword Research”, মূলত এটিই হচ্ছে কিওয়ার্ড। যার ফলে, সার্চ ইঞ্জিন SERPs রেজাল্ট পেজে কিছু রিলেভেন্ট রেজাল্ট শো করছে। অর্থাৎ সার্চ বক্সে আপনি যা লিখে সার্চ করবেন তাই কিওয়ার্ড।
টাইপস অব কিওয়ার্ডঃ
SEO ক্যাম্পেইন এর কথা চিন্তা করে বিচার বিশ্লেষণ এর মাধ্যমে কিওয়ার্ডকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।
- Broad Match
- Exact Match
- Phrase Match
- Long Tail keyword