SERPs কি?

SERPs কি?

SERPs কি?

Search Engine Result Pages

Search Engine Result Pages

SERPs এর পূর্ন অর্থ হচ্ছে Search Engine Result Pages. SEO শেখার আগে আমাদের অবশ্যই SERP সম্বন্ধে ভালো ভাবে জানতে হবে। কারন SEO ক্যাম্পেইনের প্রাথমিক রেজাল্ট আমরা এখান থেকেই জানতে পারি।

Google, Yahoo বা Being এর নাম আমরা যারা ইন্টারনেট ব্যবহারকারি তারা সবাই জানি। আমারা আমাদের প্রয়োজনে Google বা অন্য সার্চ ইঞ্জিনে এ অনেক কিছু সার্চ করি, এবং রিটার্ন হিসেবে সার্চ ইঞ্জিন আমাদের সেই কিওয়ার্ড রিলেটেড ও রিলেভেন্ট ট্রাস্টেড কন্টেন্ট সমৃধ্ব পেজ দেখায় যেখানে প্রতি পেজে ১০টি রেজাল্ট পাওয়া যায়। এই পেজগুলোকেই আমাদের SEO এর ভাষায় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সংক্ষেপে SERPs বলা হয়।

উদাহরন সরুপ বলা যায়, সার্চ ইঞ্জিনে আমরা কোনো কিছু লিখে সার্চ করলে ১০টি রেজাল্ট সম্পন্য যে পেজটি আমরা প্রথমে দেখেতে পাই সেটাকেই SERPs বলা হয়। SEO ক্যাম্পেইন এর মূল টার্গেট থাকে ওয়েবসাইটকে অপটিমাইজ করে টপ ১০টি রেজাল্টে নিয়ে আসা।

সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমরা বিভিন্য ধরনের রেজাল্ট দেখতে পাই। যেমন, PPC এডভার্টাইজিং, অরগানিক রেজাল্ট, ইমেজ , ভিডিও রেজাল্ট, ওয়ানবক্স বা নলেজ গ্রাফ, সার্চ টার্মস ইত্যাদি। তবে SERPs রেজাল্ট পেজে কি ধরনের রেজাল্ট থাকবে তা নির্ভর করে ইউজারের সার্চ টার্ম এর উপর।