SEO কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

SEO কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

 

SEO যার পূর্ণ অর্থ হচ্ছে Search Engine Optimization. SEO  হচ্ছে মুলত কিছু টেকনিকের সমষ্টি যার ব্যবহার করে একটি ওয়েবসাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন Google, Yahoo, Bieng ইত্যাদির প্রথম পেজে নিয়ে আসা যায়। এবং এর ফলে সার্চ ইঞ্জিন গুলো থেকে  থেকে ফ্রি মেথডে বেশি পরিমানে ট্রাফিক বা ভিজিটর পাওয়া যায়।

how seo increase traffic bangla

how seo increase traffic bangla

আরও সহজ করে বলতে গেলে, অরগানিক মেথডে ট্রাফিক বা ভিজিটর পেতে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তোলাই মূলত SEO এর কাজ।

 

একটা বিষয় মনে রাখবেন, যদিও বলা হয় যে SEO ওয়েব ট্রাফিক নিয়ে আসার একটি অরগানিক বা ফ্রি মেথড, আসলে কিন্তু তা নয়। কারন কোনো কিছুই আসলে ফ্রি না। তবে SEO করতে আপনার টাকা খরচ করে পেইড ক্যাম্পেইন চালাতে হবেনা, তার বিনিময়ে শ্রম  ও মেধা কাজে লাগাতে হবে ।