SMM (Social Media Marketing) সোশ্যাল মিডিয়া মার্কেটিং বাংলাদেশ

সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে সোশ্যাল প্লাটফর্ম গুলোতে বিজনেস প্রমোট করাকে বুঝায়। যেমনঃ Facebook, Twitter, Google Plus, Linkedin, Pinterest, Instagram এবং Tumblr এর মতো প্ল্যাটফর্ম গুলোতে নিজের বিজনেস প্রমোট করার একটি বিশাল সুযোগ রয়েছে। SMM এর মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার বিজনেস এরিয়া বৃদ্ধি করতে পারবেন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধাঃ

  • আপনার চাহিদা অনুযায়ী দর্শক, শ্রোতা, ভোক্তা ও ক্রেতার কাছে আপনার পন্য খুব দ্রুত পৌছাতে পারবেন।
  • আপনার বিজনেস ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করতে পারবেন।
  •  এক সাথে আপনি লক্ষ লক্ষ ক্রেতার কাছে আপনার পন্যের গুনগত মান তুলে ধরতে পারবেন।
  •  নিয়মিত ক্রেতা ধরে রাখতে পারবেন এবং প্রতিদিন নতুন ক্রেতার সমন্বয় ঘটাতে পারবেন।
  •  আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে এটি একটি সুফলদ্বায়ী উদ্যোগ।
  • এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে আপনি সর্বোচ্চ সংখক মানুষের কাছে আপনার পণ্যের বিজ্ঞাপন পৌছাতে পারবেন।
  •  আপনি চাইলে নির্দিষ্ট একটি মার্কেট সেগমেন্ট টার্গেট করে বিজনেস করতে পারবেন।
  •  আপনি যদি নির্দিষ্ট কোন বয়সের ক্রেতার কাছে  আপনার বিজ্ঞাপনটি পৌছাতে চান, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যমেই তা সম্ভব।
  •  অতি অল্প খরচে বিজ্ঞাপন প্রচার করে অধিক সংখ্যক ক্রেতার সংস্পর্শে পৌছানো ক্ষেত্রে
    সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভূমিকা  দিন দিন বাড়ছে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দুইটি উপায়ঃ

১/ পেইড মার্কেটিংঃ  সোশ্যাল মিডিয়া কতৃপক্ষকে ডলার প্রদানের মাধ্যমে করা হয়। বিজনেস পেজ লাইক বৃদ্ধি করা বা প্রোডাক্ট সেল করার জন্য বিভিন্য ধরনের পোস্ট টার্গেটিং এর মাধ্যমে বুস্ট করা ইত্যাদি। প্রায় সবগুলো সোশ্যাল মিডিয়ার পেইড সার্বিস রয়েছে।

২/ অরগানিক মার্কেটিংঃ রেগুলার পোস্ট, লিঙ্ক শেয়ার, গ্রুপ মার্কেটিং ইত্যাদি। তবে এখানে কন্টেন্ট অপটিমাইজেশন খুব বেশি গুরুত্বপূর্ন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং ৭টি গুরুত্বপূর্ন প্ল্যাটফর্মঃ

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য যে প্ল্যাটফর্ম গুলো সবচেয়ে বেশি জনপ্রিয় সেগুলো নিচে দেয়া হল।

 

 

× How can I help you?