Top 10 Search Engine Bangla | টপ ১০টি সার্চ ইঞ্জিন | OMBD

Top 10 Search Engine Bangla | টপ ১০টি সার্চ ইঞ্জিন | OMBD

Top 10 Search Engine Bangla | টপ ১০টি সার্চ ইঞ্জিন | OMBD

সার্চ ইঞ্জিন কি? What is Search Engine

সার্চ ইঞ্জিন একটি ভার্চুয়াল সিস্টেম মেশিন বা একটি প্রোগ্রাম যা ইন্টারনেটের মাধ্যমে ডাটাবেজের মধ্যে থেকে তথ্য অনুসন্ধান করতে ব্যবহারকারীকে সাহায্য করে। যা বট  হিসাবেও পরিচিত। (সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে জানতে ক্লিক করুন)

ইন্টারনেটে আমরা অনেক সার্চ ইঞ্জইন সম্মপর্কে জানতে পারি।

কিন্তু তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গুগল, ইয়াহু, বিং ইত্যাদি। এবং বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীরা এইগুলোকেই প্রধান সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করে থাকে।

কিন্তু কিছু সার্চ ইঞ্জিন নির্দিষ্ট দেশ বা অঞ্চলের মানুষ দ্বারা ব্যবহৃত হয়। উদাহরণ স্বরূপ, চাইনিজরা  তাদের নিজস্ব সার্চ ইওঞ্জিন ‘বাইডু’ ব্যবহার করে থাকে

‘ইয়ানডেক্স’ আরেকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন যা রাশিয়ানরা ব্যবহার করে।

সর্বাধিক জনপ্রিয় শীর্ষ ১০টি সার্চ ইঞ্জিনের কথা নীচে বলা হলঃ

১। গুগল: গুগল সার্চ ইঞ্জিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং শীর্ষ স্থানীয় সার্চ ইঞ্জিন। বিশ্বের প্রায় সব দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের প্রথম পছন্দ Google সার্চ ইঞ্জিন। এটি গুগল ইনকরপোরেশন এর একটি প্রোডাক্ট যা ৪ই সেপ্টেম্বর, ১৯৯৮ সালে ল্যারি পেজ এবং সার্জেই ব্রিন দ্বারা ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ শহরে প্রতিষ্ঠিত হয়েছিল।

 

২. ইয়াহু: বিশ্বজুড়ে মানুষের দ্বারা ব্যবহৃত আরেকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হল ইয়াহু. ইয়াহু ইমেইল সেবার জন্য বিখ্যাত. কিন্তু বিশ্বের সর্বশেষ খবর জানার জন্যও মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা শহরে ১৯৯৫ সালের ২রা মার্চ ডেভিড ফিলো এবং জেরি ইয়াং ইয়াহু প্রতিষ্ঠা করেন।

 

৩। বিং মাইক্রোসফটের একটি পণ্য বিং। এটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় গুগল এবং ইয়াহু সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে. কিন্তু এটা এখনো সফল হয়ে ওঠেনি।

 

৪। বাইডুঃ এই সার্চ ইঞ্জিন ১৮ জানুয়ারী, ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি চীনে সবচেয়ে বেশি জনপ্রিয়। রবিন লি এবং এরিক জু দ্বারা চীনের বেইজিং শহরে প্রতিষ্ঠিত হয়েছিল।

৫। ইয়ানডেক্স: ১৯৯৭ সালে এই সার্চ ইঞ্জিন প্রিতিষ্ঠিত হয়। রাশিয়ানরা এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে। এছাড়াও কাজাখস্তান, তুরস্ক, বেলারুশ এবং ইউক্রেনের মানুষের দ্বারা এটি ব্যবহৃত হয়।

৬। AOL: AOL-Search-engine-online-marketing-bd-dot-com (2)বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে AOL সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা রয়েছে। এটি একটি গণমাধ্যম হিসেবেও বেশ পরিচিত, এছাড়াও যুক্তরাষ্ট্রে এটি বিজ্ঞাপন সেবা জন্য খুব বিখ্যাত। এটি প্রথমে ‘কন্ট্রোল ভিডিও কর্পোরেশন’ নামে ১৯৮৩ সালে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯১ সালে এটি নাম পরিবর্তন করে হয়েছে ‘আমেরিকা অনলাইন’

৭। Ask.com: ইন্টারনেটে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন প্রশ্ন উত্তর প্ল্যাটফর্ম হিসেবেও পরিচিত। আপনি এই প্ল্যাটফর্মে প্রশ্ন উত্তর পেতে অনুরোধ করতে পারেন।

৮। লায়কোস: এই সার্চ ইঞ্জিন ১৯৯৫ সালে প্রতিস্টহিত হয়। ই-মেইল, ওয়েব হোস্টিং, সামাজিক নেটওয়ার্কিং, এবং বিনোদন ওয়েবসাইট হিসেবেও বিখ্যাত।

৯। চচো: উইকিপিডিয়া অনুযায়ী, চচো একটি বিখ্যাত হিউম্যান গাইডেড সার্চ ইঞ্জিন। এটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি সার্চ বক্সে কিছু জিজ্ঞাসা আপনি রিয়েল টাইমে উত্তর পাবেন. এটি Ask.com এর মতই। এটা অতিরিক্ত মোবাইল অনুসন্ধান ও প্রচার সেবা প্রদান করে। আপনি আইফোন, আইপ্যাড এবং অ্যান্ড্রয়েড ফোনে চচো মোবাইল সফট্ওয়্যার ডাউনলোড করতে পারবেন।

১০। DuckDuckGoঃ একটি প্রমিত সার্চ ইঞ্জিন যা ব্যবহারকারী গোপনীয়তা রক্ষার জন্য বিখ্যাত। সার্চ রেজাল্টে আসার জন্য তারা ইয়াহু, বিং এবং Yummly এর সঙ্গে পার্টনারসিপ করেছেন. Gabriel Weinberg 2008 সালে এটি প্রতিষ্ঠিত করেছে।

 

কেন SEO করবেন? Why Need SEO Bangla | OMBD

কেন SEO করবেন? Why Need SEO Bangla | OMBD

কেন SEO করবেন? Why Need SEO Bangla | OMBD

মুলত প্রত্যেকটা  বিজনেস ওয়েব সাইটের মুল টার্গেট হচ্ছে বিজনেস গোল অর্জন করা এবং সে জন্য পর্যাপ্ত পরিমানে ভিজিটর থাকতে হবে। কিন্তু সে ভিজিটর যদি টার্গেটেড না হয় তাহলে অসংখ্য ভিজিটর থাকলেও আপনার বিজনেসের গোল অর্জন হবে না।

ধরুন আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট আছে এবং সেখানে আপনি বিভিন্য ধরনের প্রোডাক্ট সেল করেন।  আপনার ওয়েবসাইটে প্রতিমাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ ভিজিটর আসে। কিন্তু সে অনুপাতে আপনার প্রোডাক্ট সেল হচ্ছে কম। তাহলে আপনাকে অবশ্যই ওয়েব সাইট এনালাইজ করে বের করতে হবে সমস্যাটা কোথায়। এতো পরিমানে ভিজিটর থাকা সত্যেও প্রোডাক্ট সেল হচ্ছে না কেন? তছাড়া, যে পরিমান সেল হচ্ছে তার একটা বড় অংশ আসছে সোস্যাল মিডিয়া মার্কেটিং থেকে।

সেক্ষেত্রে ওয়েবসাইটের পার্ফরমেন্স এনালাইজ করে ইউজারদের এক্টিভিটি সম্মন্ধে আপনাকে ভালোভাবে জানতে হবে। বাউন্স রেট চেক করতে হবে এবং সার্চ টার্ম গুলো এনালাইজ করে দেখেতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে ভিজিটর যারা আসছে তারা মূলত আপনার বিজনেস রিলেটেড ইউজার নয়, তারা আপনার প্রোডাক্ট ক্রয় করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করেনি।

এখন প্রশ্ন আসতে পারে যে, তাহলে এই ভিজিটরগুলো কেন এসেছে?

এনালিটিকস এর অল ট্রাফিক চ্যানেল চেক করলেই আপনি পেয়ে যাবেন ভিজিটর সোর্স।

এটা হতে আপনার সোস্যাল মিডিয়া মার্কেটিং এর কারনে বা স্প্যামিং কিওয়ার্ড বা মিস লিডিং এর কারনে। আসলে এই ভিজিটর গুলো আপনার কাঙ্খিত ভিজিটর নয়।

আপনি যদি আপনার কাংখিত ভিজিটর পেতে চান তাহলে আপনি দুটো উপায় অবলম্বন করতে পারেন।

১। Google Adword ক্যাম্পেইন করা

২। SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। (ফ্রি মেথড)

SEM আর SEO মধ্যে পার্থক্য পরে আপনাদের সাথে আলোচনা করবো। এখন শুধু এটুকু বলছি যে SEO হচ্ছে ফ্রি মেথড এবং PPC হচ্ছে পেইড মেথড।

কিন্তু ফ্রি মেথডে অর্গানিক এবং টার্গেটেড ট্রাফিক পেতে অবশ্যই আপনাকে SEO করতে হবে কেননা শুধুমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমেই কোনো তাকা খরচ না করে আপনি আপনার  ভিজিটরদের টার্গেট করতে পারেন। একটি ভালো SEO ক্যাম্পেইনই আপনার কাংখিত ভিজিটরকে ওয়েব সাইট ভিজিট করাতে সক্ষম হবে। এর ফলে আপনার ওয়েবসাইটে ভিজিটর কম থাকেলেও আপনার বিজনেস গোল অর্জন করতে সক্ষম হবে। SEO ক্যাম্পেইন করার পর পারফর্মেন্স এনালিজ করলে আপনি বুঝতে পারবেন এটি আপনাকে কতটুকু সফলতা এনে দিতে পেরেছে। ওয়েবসাইটে টার্গেটেড ভিজিটর থাকলে বাউন্স রেট কমে যাবে। সার্চ টার্মগুলো আপনার ওয়েবসাইট বা প্রোডাক্ট রিলেটেড হবে। এতে যে ভিজিটর আসবে সেগুলো ব্যাক করবে না।

SEO ক্যাম্পেইন এর সবচেয়ে বড় গুন হচ্ছে এটি দীর্ঘসময় ধরে আপনাকে বিজনেস গোল অর্জন করতে সাহায্য করবে।

কিওয়ার্ড কি? What is Keyword Bangla?

কিওয়ার্ড কি? What is Keyword Bangla?

কিওয়ার্ড কি?

সার্চ ইঞ্জিনে সার্চ করার জন্য আমরা যা কিছু লিখি তাই সেগুলোকে কিওয়ার্ড বলে।অর্থাৎ কিছু শব্দের সমন্বয় বা কোন ফ্রেজ যখন আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করার জন্য লিখি সেগুলোকেই কিওয়ার্ড বলে। বলা হয় যে কিওয়ার্ড হচ্ছে এস ই ও প্রান।

নিচের ইমেজটি ভালো করে খেয়াল করলে দেখবেন সার্চ বক্সে ২টি ওয়ার্ড লেখা হয়েছে “Keyword Research”, মূলত এটিই হচ্ছে কিওয়ার্ড। যার ফলে, সার্চ ইঞ্জিন SERPs রেজাল্ট পেজে কিছু রিলেভেন্ট রেজাল্ট শো করছে।  অর্থাৎ সার্চ বক্সে আপনি যা লিখে সার্চ করবেন তাই কিওয়ার্ড।

What is Keyword Bangla

    What is Keyword Bangla

টাইপস অব কিওয়ার্ডঃ

SEO ক্যাম্পেইন এর কথা চিন্তা করে বিচার বিশ্লেষণ এর মাধ্যমে কিওয়ার্ডকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।

  1. Broad Match
  2. Exact Match
  3. Phrase Match
  4. Long Tail keyword
SERPs কি?

SERPs কি?

SERPs কি?

Search Engine Result Pages

Search Engine Result Pages

SERPs এর পূর্ন অর্থ হচ্ছে Search Engine Result Pages. SEO শেখার আগে আমাদের অবশ্যই SERP সম্বন্ধে ভালো ভাবে জানতে হবে। কারন SEO ক্যাম্পেইনের প্রাথমিক রেজাল্ট আমরা এখান থেকেই জানতে পারি।

Google, Yahoo বা Being এর নাম আমরা যারা ইন্টারনেট ব্যবহারকারি তারা সবাই জানি। আমারা আমাদের প্রয়োজনে Google বা অন্য সার্চ ইঞ্জিনে এ অনেক কিছু সার্চ করি, এবং রিটার্ন হিসেবে সার্চ ইঞ্জিন আমাদের সেই কিওয়ার্ড রিলেটেড ও রিলেভেন্ট ট্রাস্টেড কন্টেন্ট সমৃধ্ব পেজ দেখায় যেখানে প্রতি পেজে ১০টি রেজাল্ট পাওয়া যায়। এই পেজগুলোকেই আমাদের SEO এর ভাষায় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সংক্ষেপে SERPs বলা হয়।

উদাহরন সরুপ বলা যায়, সার্চ ইঞ্জিনে আমরা কোনো কিছু লিখে সার্চ করলে ১০টি রেজাল্ট সম্পন্য যে পেজটি আমরা প্রথমে দেখেতে পাই সেটাকেই SERPs বলা হয়। SEO ক্যাম্পেইন এর মূল টার্গেট থাকে ওয়েবসাইটকে অপটিমাইজ করে টপ ১০টি রেজাল্টে নিয়ে আসা।

সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমরা বিভিন্য ধরনের রেজাল্ট দেখতে পাই। যেমন, PPC এডভার্টাইজিং, অরগানিক রেজাল্ট, ইমেজ , ভিডিও রেজাল্ট, ওয়ানবক্স বা নলেজ গ্রাফ, সার্চ টার্মস ইত্যাদি। তবে SERPs রেজাল্ট পেজে কি ধরনের রেজাল্ট থাকবে তা নির্ভর করে ইউজারের সার্চ টার্ম এর উপর।

SEO কিভাবে ট্রাফিক বৃদ্ধি করে? How Does SEO Increase Traffic

SEO কিভাবে ট্রাফিক বৃদ্ধি করে? How Does SEO Increase Traffic

SEO কিভাবে ট্রাফিক বৃদ্ধি করে?

একজন ইউজার হিসেবে আমরা যদি কোনো সার্চ ইঞ্জিনে কিছু অনুসন্ধান করতে যাই, আমরা নিশ্চই কোনো কিওয়ার্ড বা কিছু শব্দ লিখে সার্চ করি। উত্তর সরূপ সার্চ ইঞ্জিন আমাদের কিছু রিলেভেন্ট ও ট্রাস্টেড রেজাল্ট দেখায়। আমরা সেখান থেকে আমাদের কাঙ্খিত রেজাল্টকে বেছে নেই। তাই না? আমরা সব সময় আমাদের কাঙ্খিত রেজাল্টকে প্রথম পেজেই দেখতে চাই, এবং পরের পেজে যেতে চাই না। আর তাই, যে ওয়েবপেজগুলো SERPs রেজাল্টের প্রথম পেজে থাকে সেগুলোর ট্রাফিক অন্যান্য ওয়েবপেজের তুলনায় অনেক বেশি থাকে।

seo-বা-সার্চ-ইঞ্জিন-অপটিমাইজ

SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি

আমরা কি কখনো ভেবে দেখেছি যে ইন্টারনেটে একই কিওয়ার্ড এর জন্য হাজার হাজার পেজ বা ওয়েবসাইট থাকা সত্যেও সার্চ ইঞ্জিন আমাদের নির্দিষ্ট কয়েকটা রেজাল্টকে প্রথমে এবং টপ রেজাল্ট হিসেবে কেনো দেখাচ্ছে?

আসলে, সার্চ ইঞ্জিন সব সময় রিলেভেন্ট এবং ট্রাস্টেড কনটেন্ট বা ট্রাস্টেড ও রিলেভেন্ট রেজাল্ট পছন্দ করে। সেজন্যই যে ওয়েবসাইট গুলো SEO ফ্রেন্ডলি করা আছে মূলত সেগুলই SERPs রেজাল্টের টপ রেজাল্ট হিসেবে দেখায়।

SEO কিভাবে ট্রাফিক আনতে পারে?

খুবই সহজ, ধরুন আপনি Google বা যেকোনো সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করলেন, সেকেন্ডের মধ্যে সার্চ ইঞ্জিন আপনাকে ১ম পেজে ১০টি রেজাল্ট দেখাবে । এখন আপনি কোন রেজাল্টিতে ক্লিক করবেন? আপনি কি ২য় পেজে যাবেন?

একটি সার্ভেতে দেখা যায় ইউজারদের মধ্যে ৭০ ভাগই ১ম, ২য় অথবা ৩য় রেজাল্টিকেই ক্লিক করে অথবা প্রথম পেজে যেকোনো একটি রেজাল্টকেই বেছে নেয়।  আর বাকি ৩০ভাগ ইউজার ২য় বা ৩য় পেজে গিয়ে থাকে। তো এখন যদি সার্চ রেজাল্টের ১ম পেজে ১০টি রেজাল্টের মধ্যে আপনার ওয়েবসাইট পাওয়া যায়, তাহলে এটুকু বলা যায় যে ইউজার আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারে। আবার আপনার ওয়েবসাইট যদি টপ রেজাল্টের মধ্যে অর্থাৎ ১ম, ২য় বা ৩য় টা হয় তাহলে ঐ ৭০ ভাগ ইউজারের মধ্যে ৫০ভাগ আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারে।

সুতরাং বলা যায় যে SEO টেকনিকগুলো ব্যবহার করে আপনার ওয়েবসাইটকে যদি SERPs রেজাল্টের ১ম পেজের টপ রেজাল্টের মধ্যে নিয়ে আসা যায় তাহলে আপনার ওয়েসাইটের ভিজিটরের সংখা বেড়ে যাবে এবং আপনার বিজনেস গোল এ কনভার্ট হবে।

SEO কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

SEO কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

 

SEO যার পূর্ণ অর্থ হচ্ছে Search Engine Optimization. SEO  হচ্ছে মুলত কিছু টেকনিকের সমষ্টি যার ব্যবহার করে একটি ওয়েবসাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন Google, Yahoo, Bieng ইত্যাদির প্রথম পেজে নিয়ে আসা যায়। এবং এর ফলে সার্চ ইঞ্জিন গুলো থেকে  থেকে ফ্রি মেথডে বেশি পরিমানে ট্রাফিক বা ভিজিটর পাওয়া যায়।

how seo increase traffic bangla

how seo increase traffic bangla

আরও সহজ করে বলতে গেলে, অরগানিক মেথডে ট্রাফিক বা ভিজিটর পেতে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তোলাই মূলত SEO এর কাজ।

 

একটা বিষয় মনে রাখবেন, যদিও বলা হয় যে SEO ওয়েব ট্রাফিক নিয়ে আসার একটি অরগানিক বা ফ্রি মেথড, আসলে কিন্তু তা নয়। কারন কোনো কিছুই আসলে ফ্রি না। তবে SEO করতে আপনার টাকা খরচ করে পেইড ক্যাম্পেইন চালাতে হবেনা, তার বিনিময়ে শ্রম  ও মেধা কাজে লাগাতে হবে ।